রবিবার, ০২ মার্চ, ২০২৫
03 Mar 2025 11:18 pm
![]() |
মোরশেদুল ইসলাম রবি বগুড়া: তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলে মিশে " এই প্রতিপাদ্য বিষয়কে অগ্রাধিকার দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস -২০২৫ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রবিবার সকালে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্যর্্যালি অনুষ্ঠিত হয়।র্্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা উপজেল নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সোহরাব হোসেন, থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হান্নান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম মোরশেদ, উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান সহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম পৌর প্রকৌশলী মোঃ এখলাস হোসেন,উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা মোছাঃ তান্জিমা আখতার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবিদুর রহমান,উপজেলা খাদ্য নিয়ন্রক মোঃ সাইফুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাশরুবা আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা আই সিটি অফিসার ও জামগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ শাহরিয়ার কবির, উপজেলা পল্লীউন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস,সহ প্রমুখ। উল্লেখ্য যে এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।