মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
25 Feb 2025 03:45 am
![]() |
ভোলা প্রতিনিধি:- ভোলার তজুমদ্দিনে বিএনপির দুই গ্রুপের অন্তর দ্বন্দ্বের জেরে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি প্রদর্শন করায় কৃষক লীগ ও আওয়ামীলীগ নেতা কর্মীদের নেতৃত্বে বিএনপির অফিসে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে।এ হামলায় আহত হয়েছে,জিকু পঞ্চায়ত, রিয়াজ,শাকিল,বেল্লাল হোসেন সহ ৬ যুবদল নেতাকর্মী ।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে তজুমদ্দিন উপজেলার দঃ খাসের হাট বাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন পঞ্চায়েত।
সম্মলনে তিনি জানান, ২০/২৫ বছর ধরে তারা বিএনপির এ অফিসটি পরিচালনা করে আসছে। পাঁচ আগস্টের গন অভ্যুত্থানের পরে বিএনপির ভরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষে দঃ খাসের হাট বাজারের অফিসটি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি টানিয়ে নতুন করে সাজিয়েছেন।কিছুদিন পরে তজুমদ্দিন ও লালমোহন উপজেলার এক প্রভাবশালী বিএনপি নেতার পুত্র এ অফিসটি ভিজিট করেন। এ সময় অফিসের ভিতরে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদের ছবি না থাকায় রাগান্বিত হয়ে বলেন, Who is khaleda and Who is Tarek. ওই নেতার পুত্রের বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে অন্তরদ্বন্দ্ব চরমে উঠে।
এ দ্বন্দ্বের জের ধরে রোববার ২৩ ফেব্রুয়ারী সন্ধা ৭টার দিকে স্থানীয় বিএনপির কিছু হাইব্রিড কর্মী ও কৃষক লীগের চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ শাখার সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে আওয়ামীলীগের একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিতভাবে বিএনপির এ অফিসে হামলা চালিয়ে শহীদ জিয়া,তারেক রহমান ও খালেদা জিয়ার টানানো ছবি ও ব্যানার ভাংচুর করে।এসময় সন্ত্রাসীরা মুহুর্মুহু কয়েটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের নেতাকর্মীদের মারধর করে ৬ জনকে গুরুতর আহত করে এবং আশেপাশে থাকা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে।
এ সংবাদ সম্মেলনে, তজুমদ্দিন উপজেলা যুবদল, ছাত্রদল,শ্রমিকদল ও সেচ্ছাসেবক দলের পক্ষে এ ঘটনার তীব্র নিন্দা জানান ওই যুবদল নেতা গিয়াস উদ্দিন পঞ্চায়েত।এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় বিএনপি নেতা মোঃ রুহুল আমিন, যুবদল নেতা জাকির হোসেন,তজুমদ্দিন সরকারী কলেজের ছাত্র দলের সদস্য সচিব মোঃ শাকিল ও সেচ্ছাসেবক দল নেতা সাইদুর রহমান।