মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
26 Feb 2025 04:04 am
![]() |
বগুড়া অমর একুশে বইমেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়ে উপভোগ করছেন মেলায় আগত দশনার্থীরা।সোমবার বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে জাসাস আয়োজিত আয়োজিত অমর একুশে বই মেলায় গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।
জানা যায়,বগুড়া জেলা জাসাসের আয়োজনে এবারই প্রথম বই মেলা অনুষ্ঠিত হচ্ছে।শহীদ মিনার চত্বরে গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় বইমেলার উদ্বোধন করা হয়। ৯ দিনব্যাপী অমর একুশে বইমেলায় প্রায় ৪৫টি স্টলে দেশি বিদেশী লেখক, কবি প্রাবন্ধিক, কথাসাহিত্যিকদের বই নিয়ে এসেছেন প্রকাশকরা। উদ্বোধনের শুরুর দিন বিকেল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বিকেলে শহীদ মিনারের বেদীতে দেশাত্মবোধক গান পরিবেশন করে স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আসাদুর রহমান খোকনের পরিচালনায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন সংগঠনের শিল্পী রেজা, স্মৃতি, সুমন, আব্দুল ওহাব, জান্নাতি, রাহিক, বাপ্পী, জনি, মেহেদী। এরপরই আবৃত্তি পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন অ আ সাহিত্য সংসদের রবিউল আলম অশ্রু, লুবনা জাহান, রুতবা ইবনাত সহ আরও অনেকে।
জাসাস বগুড়া জেলা শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদ জানান, জাসাস বগুড়া জেলা শাখা এবারই প্রথম বগুড়ায় অমর একুশে বইমেলা শুরু করেছে।প্রতিবছর বগুড়ায় জাসাস বইমেলা আয়োজন করবে। প্রতিদিন বইমেলায় আগত দর্শনার্থীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বগুড়ার প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নিচ্ছে। খবর বিজ্ঞপ্তি।