বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
26 Feb 2025 06:33 am
![]() |
স্টাফ রিপোর্টার:- চাঁদপুর সদর উপজেলা সুনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আল এমরান খান।
তিনি বলেন,লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেয়ার সুযোগ করে দিতে হবে।আমাদের শিক্ষার্থীরা জেন নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে শিক্ষার্থীর পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক বেপারী।বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ শরীফুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মজিবুর রহমান ও ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফারুকুল ইসলামের যৌথ সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাফেজ মাওঃ ওয়ালী উল্লাহ খান, সদর উপজেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও ঋন বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন কাজী।
এসময় উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ শাহাদাৎ হোসেন মারুফ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হাবিব উল্লাহ খান।
ক্রীড়া প্রতিযোগিতা সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন,সহকারী শিক্ষক সোহরাব হোসেন, নজীর আহমেদ, ধর্মীয় শিক্ষক মাওঃ খালিলুর রহমান, দুলাল চন্দ্রসহ বিদ্যলয়ের সকল শিক্ষকবৃন্দ।এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিসহ এলাকাবাসী বর্ণাঢ্য এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উপভোগ করেন।