সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
25 Feb 2025 03:17 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন, আজ হাসিনা সে নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে এই নৌকা আর বাংলাদেশে কোন দিন জাগ্রত হবে না।শেখ মুজিব আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই।শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরে ক্ষমতায় এসে রক্ষীবাহিনী গঠন করে বাংলাদেশের নিরীহ,নিরপরাধ মানুষকে হত্যা ও গুম করে বিচারবহির্ভূত শাসনব্যবস্থা কায়েম করেছিল।জনগনের ভয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে।শুধু হাসিনাই পালিয়ে যান নাই তার দলের এমপি মন্ত্রীরাও পালিয়ে গেছে।ভারত স্বাধীনতার যুদ্ধে সহযোগিতার নাম করে দেশটা ৫৩ বছর ধরে শোষন করে যাচ্ছে। দেশের স্বার্থ বিলীন করে বিএনপি কোন দিন ভারতকে কোন ছাড় দিবে না।
আজ রোববার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্ত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
হারুনুর রশীদ বলেন,আপনি কিসের সংস্কার করতে চান। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের শতকরা ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে।বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, জনগণ যতবার ভোট দিতে পেরেছে;ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে।’
বর্তমান সরকারের দায়িত্ব থাকা উপদেষ্টাদের সমালোচনা করে বলেন,ক্ষমতায় থেকে সরকারি দল গঠন করলে মানুষ তা মেনে নিবে না। রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা ছেড়ে দিয়ে মাঠে আসুন।আমরা অভিনন্দন ও স্বাগত জানাব। আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদের নিয়ে যে রাজনৈতিক দল গঠনের পাঁয়তারা করছেন—এ দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। এতে বাংলাদেশে অস্থিরতা বাড়বে। নতুন করে সংকট তৈরি হবে। স্থিতিশীলতা নষ্ট হবে।’
হারুনুর রশীদ আরও বলেন,‘আপনি ৮ আগস্টের পরে ক্ষমতায় এসেছেন,আমরা আপনাকে সহযোগিতা করছি।আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক যাত্রা পথে নিয়ে যাওয়া।এর বিকল্প অন্য কোনো পথ যদি ধরেন, তাহলে জনগণ আপনাকে ছাড় দেবে না।যে বিতর্ক আপনি ইতিমধ্যে জন্ম দিয়েছেন, ক্ষমতায় আসার ছয় মাস পরে আপনি কেন আয়না ঘর পরিদর্শনে গেলেন? আলামত কে নষ্ট করল? যাঁরা আয়না ঘর তৈরি করে এ দেশের নিরীহ, নিরপরাধ মানুষকে জুলুম করেছে, হত্যা করেছে ওই আয়না ঘরে নিয়ে; তাদের কেন গ্রেপ্তার করা হলো না, আপনাকে সে জবাব দিতে হবে।’
আওয়ামী লীগ প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন,ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। তাঁর কন্যা দীর্ঘদিন পর ক্ষমতায় এসে, চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঠিক একই পথে হেঁটেছিল।শেখ হাসিনার শাসন আমলে এ দেশের সব শ্রেণির মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিল।আল্লাহ জুলুমকারীকে ছেড়ে দেন না, ধ্বংস করেন।শেখ হাসিনা চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে পলায়ন করেছে।
জামায়তের ইসলামীর সমালোচনা করেন বলেন, তারা অপরাধ করলে সে বিষয়ে তুলে ধরলেই ধর্মীয় বিদ্বেষী আখ্যা দিয়ে যাচ্ছে। সংসদে আমি সবচেয়ে বেশী ইসলামের পক্ষে কথা বলছি।
সমাবেশে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, বিএনপির রংপুর বিভাগের সাংগাঠনিক সম্পাদক আআসাদুজ্জামান হাবিব দুলু, কেন্ত্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, বিএনপির রংপুর বিভাগের সহ- সাংগঠিনক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দুপুর থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর পার্ক শহীদ মিনারে সমবেত হয়।