সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
25 Feb 2025 03:08 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকায় বনের হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। উৎসুক জনতা হনুমান টিকে খাবার দিচ্ছে। হনুমানও খাবার খেয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে।
জানা যায় , পৌরসভার ৩নং ওয়ার্ড উদয়সাগর গ্রামে ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে এবং আজকে সোমবারেও কালীবাড়ি ও গাইবান্ধা রোড তিন মাথা এলাকার ঐ একটি হনুমান রাস্তায় হাঁটতে দেখে স্থানীয়রা। প্রথম দিকে মানুষজন ভয় পেলেও এখন আর ভয় পাচ্ছে না। বনের হনুমান লোকালয়ে মানুষের সঙ্গে মিতালী গড়ে তুলেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হনুমান দেখা মাত্রই মানুষ এসে ভিড় করছে। মানুষের দেয়া খাবার খেয়ে মনের আনন্দে হনুমান গাছে ও স্থলে ঘুরে বেড়াচ্ছে।বন বিভাগ কর্তৃপক্ষ দাবি করেছেন, বনে পর্যাপ্ত খাবার না পাওয়ায় হনুমান খাবার সংগ্রহে লোকালয়ে প্রবেশ করছে। হনুমান লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কের কিছুই নেই। হনুমান কাউকে ক্ষতি করে না। ইচ্ছা মতো ওরা চলে যাবে।
উদয়সাগর গ্রামের মো. ফজলার রহমান বলেন, আমার ৩৮ বছর বয়সে কোন দিন গ্রামে হনুমানের আগমন দেখিনি। এখন হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে।খুবই ভালো লাগছে। মানুষ হনুমানকে খাবার দিচ্ছে।
৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান বলেন, হনুমানকে লোকজন খাবার দিচ্ছে। দুই দিনের মধ্যেই হনুমান মানুষের সঙ্গে গভীর মিতালী গড়ে তুলেছে।
জেলার বন বিভাগের বন কর্মকর্তা এ,এইচ,এম,শরিফুল ইসলাম মন্ডল বলেন, খাবার সংঙ্কটে বনের হনুমান লোকালয়ে প্রবেশ করেছে। এতে ভয়ের কিছুই নেই।ও আবার ওর ইচ্ছা মতো বনে ফিরে যাবে। তবে খেয়াল রাখতে হবে কেউ যেন হনুমানকে আঘাত না করে।
তিনি আরো বলেন, সম্ভবত ইন্ডিয়া হতে যেসব সবজির গাড়ি গুলো আমাদের দেশে আসে সেগুলো গাড়িতে খাবারের জন্য উঠলে দু’একটা হনুমান চলে আসতে পারে
এতে ভয়ের কিছু নেই এদের কে খাবার দেয়া যাবে না খাবার না দিলে এমনিতেই আবার বনে ফিরে যাবে।