সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
25 Feb 2025 03:31 am
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বিকেলে বগুড়ার কাহালুর কলমা রাহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমা রাহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহিদুর রহমান মন্ডল।
সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মালঞ্চা ইউ পির সদস্য মো. আব্দুস সামাদ মন্ডল।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক ফজলুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আব্দুল জলিল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভনিং বডির সাবেক সদস্য মো. মকবুল হোসেন মন্ডল, অত্র মাদ্রাসার সহকারি অধ্যাপক আনিছুর রহমান, আব্দুস সালাম, রেজাউল করিম, সিমা পারভীন, প্রভাষক নুর-আলম, গোলাম রব্বানী, রুবেল আহম্মেদ, বেনজিন আহম্মেদ, সহকারি শিক্ষক আব্দুল করিম, মিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসরিন আকতার, মাসুদ রানা, অফিস সহকারি আশরাফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ছাত্র/ছাত্রীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।