শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
22 Feb 2025 06:20 pm
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জের বাহুবলে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবল উপজেলার সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মিনারা বেগম (৩৮) উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন।তিনি মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
নিহতের স্বামী আব্দুল আহাদ জানান, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে উপজেলায় সরকারী পোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা ঘরের লাইট অফ।পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান কাঠের নিচে পড়ে আছে। তার স্ত্রী কাঠের উপর ছুরিকাঘাত করা অবস্থায় পরে আছে।
খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সহকারী পুলিশ জহিরুল ইসলাম ও ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুৃল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।এ নিউজ লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।