বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
13 Feb 2025 10:52 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শরীয়তপুর জজ কোর্টের অতিরিক্ত জিপি, শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি ২০২৫ তিনি উক্ত পদে নির্বাচিত হন।
এছাড়াও বিগত কয়েকটি নির্বাচনে অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্য, প্রচার সম্পাদক (২ বার), যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়ে ছিলেন। ঐসময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানাগেছে।
এদিকে, অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ সহ নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে, অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
এব্যাপারে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ বলেন, আমি অতীতে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পদে নির্বাচিত হয়েছি। এসময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। ভালো কাজের মূল্যায়ন পাওয়ায় আমি অনেক আনন্দিত। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সাথে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ পদে বিএনপি-গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪ টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এবং ১ টি পদে গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি ২০২৫ প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাড. মোঃ সিরাজুল হক আকন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সভাপতি পদে অ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি অ্যাড. ড. আমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অ্যাড. সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. এনামূল হক এনাম, অর্থ-সম্পাদক অ্যাড. মোঃ রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক-সম্পাদক অ্যাড. এইচ, এম লোকমান হোসাইন, অডিট-সম্পাদক অ্যাড. জাফর ইকবাল মাসুদ, অ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন মোল্যা, অ্যাড. মোঃ মাহবুবুর রহমান স্বপন, অ্যাড. মোঃ জাকির হোসেন অলুকদার, অ্যাড. জয়নাল আবেদীন, অ্যাড. মুনিরা আক্তার।
অন্যদিকে, গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, লাইব্রেরী-সম্পাদক অ্যাড. মোঃ জাকির হুসাইন।এতে নির্বাচন কমিশন ছিলেন, অ্যাড. মোঃ সিরাজুল হক আকন (প্রধান নির্বাচন কমিশনার), অ্যাড. মোঃ রাশিদুল হাসান মাসুম। (অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার), অ্যাড. মোঃ লুৎফর রহমান ঢালী (নির্বাচন কমিশনার), অ্যাড. মোঃ রুবায়েত আনোয়ার (নির্বাচন কমিশনার), অ্যাড, মোঃ মনোয়ার হোসেন (নির্বাচন কমিশনার)।