বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
13 Feb 2025 09:57 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর সভাপতি কমরেড হারুন চৌধুরী ও সাধারণ সম্পাদক কমরেড খান মোঃ নুরে আলম ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে পার্টির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট শ্রমিক নেতা শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় ধারাবাহিক সংগ্রাম করে এসেছে। আমাদের ধারাবাহিক সংগ্রামের ফসল হিসেবে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। শ্রমিক নেতা শহিদুল ইসলাম সেই সংগ্রামে একজন সাহসী সৈনিকের ভূমিকা পালন করেছে।
বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) নেতৃবৃন্দ বলেন, গত ২ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ১ টায় সময়ে পল্লবী ধ-ব্লকে অবস্থিত নিজ বাসভবনের সামনে সরকার প্রদত্ত প্রতিবন্ধী শিশু-কিশোরদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময়ে কতিপয় সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হন। এতে তার একটি হাত ভেঙ্গে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
উল্লেখ্য, শ্রমিক নেতা শহিদুল ইসলাম একজন হৃদরোগী। তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতে ভর্তি করে পরবর্তীতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি থাকাকালে তাকে গত ২৫/০৮/২০২৪ তারিখে পল্লবী থানায় দায়েরকৃত হত্যা মামলায় আসামী দেখিয়ে তাকে পি.ডব্লিউ দিয়ে আটক দেখানো হয়েছে। ৫ মাস পূর্বে সংশ্লিষ্ট হত্যা মামলায় আটক দেখিয়ে তার উপর হামলাকারীদের আড়াল করার পায়তারা চলিতেছে।
নেতৃবৃন্দ বলেন, অসত্য ভিত্তিহীন বানোয়াট অভিযোগ এনে শ্রমিক নেতা শহিদুল ইসলামের হয়রানির তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।