বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
14 Feb 2025 12:44 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ১২ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে শরীফ আহমেদের সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১২ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক মজদুর পার্টির বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানা কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির শেরপুর থানা শাখার সদস্যরা হলেন আহ্বায়ক শরীফ আহমেদ, সদস্য সচিব রাম চন্দ্র, সদস্য বিরেন্দ্র নাথ বর্সা, আব্দুর রহমান প্রফুল্ল, রফিকুল, তালেব, সাইফুল, নুর আলম, কাদের, জাহিদুল ও শাহিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির বগুড়া জেলা শাখার আহ্বায়ক সোহেল রানা।
সভায় নেতৃবৃন্দ বিএনপি’র নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে অতীতের ন্যায় সমাজতান্ত্রিক মজদুর পার্টির যুগপৎ পথচলায় নবগঠিত বগুড়া জেলার অন্তর্গত শেরপুর শাখা কমিটির সদস্যরা শক্তিশালী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।