বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
13 Feb 2025 08:41 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-জেলার পলাশবাড়ী উপজেলায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন সরকার (৩৮) নামের সাবেক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় এই মাদকের সঙ্গে জড়িত ২ কারবারি পালিয়ে গেছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) পলাশবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
এর আগে,মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১২টার দিকে পলাশবাড়ী চৌরাস্তার হিজলগাড়ি এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল আমিন সরকার উপজেলার আমবাড়ি গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে। তিনি পলাশবাড়ি সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি আকাশ মিয়া (৩৩) ও সবুজ মিয়া (২৮) নামে দুইজন পালিয়ে যায়। তবে আল আমিন সরকারের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, এ ঘটনায় ৩ জনকে আসামি করে বুধবার থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতার আল আমিন সরকারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।