বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
12 Feb 2025 11:53 pm
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার খন্দকার এর বিরুদ্ধে ঈদগাহ মাঠ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দখল করে নেয়ার অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর মুসল্লিরা ঐ ঈদগাহ মাঠ দখল করায় নানাভাবে হুমকি দিয়ে আসছে ওই নেতা এমনটাই অভিযোগ এলাকাবাসীর।খোঁজ নিয়ে জানা যায় ১৯৫৫ সালে কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের কামার হাইল্যা নামক গ্রামে ঈদগাহ মাঠ প্রতিষ্ঠিত হয়।ওই মাঠে দক্ষিণ কামার হাইল্যা পশ্চিম কামার হাইল্যা, ও কাতলামারি গ্রামের মুসল্লিরা ঈদগাহ মাঠ হিসেবে ব্যবহার করে আসে।
এ অবস্থায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে নিজের সম্পত্তি দাবি করে আওয়ামীলীগ নেতা জব্বার খন্দকার দখল করেন।ওই সময় তার দাপটে গ্রামবাসীরা মুখ না খুললেও আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথেই মুসল্লিরা ওই ঈদগাহ মাঠ দখল করেন।
এলাকাবাসী জানান,২০০৮ সালে ওই মাঠের জায়গা জলধর মাস্টার গং এর কাছে ৫ শতক ও হাসমত এর কাছে ৫ শতক দলিল মূলে মোট দশ শতক ক্রয় করা হয় ঈদগাহ মাঠের নামে।কিন্তু ওই ঈদগাহ মাঠ দখলে নেয় উক্ত আওয়ামীলীগ নেতা।এ অবস্থায় আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন গ্রামের মুসল্লীরা ওই মাঠ উদ্ধার করলে আওয়ামী লীগ নেতা জব্বার খন্দকার গ্রামের অনেকের নামে মামলা হামলা সহ নানা প্রকার হুমকি দিয়ে আসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।