মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
12 Feb 2025 03:13 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি;- বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোাগে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রেæয়ারী) বেলা ১০ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়।বিকেলে মেলা চত্বরে সমাপনি অনুষ্ঠানে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমনা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা,আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রানি সম্পদ কর্মকর্তা বেনজীর আহমেদ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহিউদ্দিন তালুকদার প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ১৭টি স্টল স্থান পায়। এদের মধ্যে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি