রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫
09 Feb 2025 05:53 am
![]() |
পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে,গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা, পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের সীমক্ষেতের পাশে, অজ্ঞাত মহিলার গলাকাটা মস্তকবিহীন লাশ ফেলে চলে যায়।পরদিন এলাকাবাসী থানায় সংবাদ দিলে,পুলিশ মস্তক বিহীন লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এরপর চলতে থাকে ব্যাপক অনুসন্ধান,অবশেষে ২৪ ঘন্টার ব্যবধানে, শনিবার পীরগঞ্জ থানার পুলিশ,মস্তক বিহীন লাশের মস্তক উদ্ধার এবং খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, নিহত মহিলা দেলোয়ারা বেগম (ঝিনুক) ৩৪ গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র রেজাউল ইসলামের স্ত্রী। তার বাবার বাড়ী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলকুন্ডা গ্রামে। তার বাবা রবিউল ইসলাম পেসায় একজন কৃষক।
পুলিশ সূত্র মতে, দেলোয়ারা বেগম পেশায় একজন নর্তকী ছিল। সে পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের তারা সরকারের পুত্র আতিকুর রহমানের বাড়িতে থাকতো এবং সেখান থেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করত।ইদানিং আতিকুর রহমানের সাথে দেলোয়ারা বেগমের মতের অমিল হওয়ায়,আতিকুর রহমান (৩৬) দেলোয়ারা বেগমকে হত্যা করে বলে জানা গেছে। পুলিশ দেলোয়ারার হত্যাকারী আতিকুর রহমানকে গ্রেফতার করেছে এবং তার স্বীকারোক্তি মতে,নিহত দেলোয়ারা বেগমের মাথার সন্ধান পেয়েছে।
পুলিশ সূত্র মতে, বড় বদনাপাড়া গ্রামের করতোয়া নদীর পাড়ে দেলোয়ারা বেগমের মাথা বালির মধ্যে পুঁতে রাখা হয়েছিল, পুলিশ নদী পাড় থেকে মাথাটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর