সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
12 Feb 2025 02:14 am
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বিকেলে বগুড়ার কাহালুর নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হেলাল উদ্দিন প্রামানিক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন টুকু, নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বুলবুল হাসান।
উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।