শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫
08 Feb 2025 09:50 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের করমজাপাড়া গ্রামে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবদলনেতা দিলবর রহমানের পরিবারের খোঁজখবর নেন এবং কিছু আর্থিক অনুদান প্রদান করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. জিল্লুর রহমান, জামগ্রাম ইউ পি সদস্য আব্দুল বারিক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।