শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫
07 Feb 2025 09:06 pm
স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরে আলোচনা সভা ও লিফটের বিতরণ করা হয়েছে।৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের শহীদ জাবেদ সড়কে এই আয়োজন করা হয়।আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি মোঃ রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী।
তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মহান স্বাধীনতার ঘোষক। তিনি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বাকশালের শিকল থেকে তিনি এই দেশে গণতন্ত্রের মুক্তি এনে দিয়েছেন। জনগণ জিয়াউর রহমানের বিএনপিকে ভালোবাসে।এই ভালোবাসাকে আমাদের ধরে রাখতে হবে।জনাব তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী। তিনি আত্মমর্যাদাশীল এবং উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা ঘোষণা করেছেন। তারেক রহমান ঘোষিত একটি দফার দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন,বাংলাদেশ একটি অসম্প্রদায়িক এবং সম্প্রীতির দেশ। ভাতের চাল থেকে শুরু করে কোন খাদ্যসামগ্রীর মধ্যে ধর্মীয় ভেদাভেদ লেখা নাই ।এদেশের আলো বাতাস প্রতিটা ধর্মে মানুষের সবার অধিকার রয়েছে।আমাদের দলের প্রতিটা নেতা কর্মীকে নিশ্চিত করতে হবে এই দেশ প্রতিটা ধর্মের মানুষের।
তিনি আরো বলেন,চাঁদপুর জেলা বিএনপি কাউকে লিজ দেয়া হয়নি চাঁদপুর জেলা বিএনপির সে পথেই চলবে, যে পথ জনগণ চায়।আগামী দিনের তৃণমূল নেতাকর্মীরা যাকে নেতা মানবে, তাকেই নেতা নির্বাচিত করা হবে। চাঁদপুরে কোন প্রকার অপরাজিতি করতে দেওয়া হবে না।যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের সাথে জুলুম-অত্যাচার করে নাই, তাদের কোন ক্ষতি করা যাবে না।তবে যারা আওয়ামী লীগ করে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন-হামলা-মামলা করেছে, সাধারণ মানুষের উপর জুলুম করেছে, তাদের তালিকা তৈরি করে আইনি মাধ্যমে মোকাবেলা করতে হবে।
রাফিউহ শাহাদাত ওয়াসিম পাটোয়ারী বলেন, আমি পদ-পদবীর জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে ভালোবেসে।দলকে জনগনের কাছে জনপ্রিয় করাই আমার লক্ষ্য।শহীদ জিয়ার পরিবারের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত রয়েছি।আমি যদি কখনো নেতৃত্ব পাই তবে দলের তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করার। সাংবাদিক, প্রশাসনসহ সমাজের কল্যাণ বয়ে আনা যেকোনো পেশার মানুষকে অসম্মানকারী কাউকে আমার সাথে রাখবো না।
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে ওহাইমচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা ছাত্রদলের নেতা সরদার নূরে আলম জিকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোশারফ হোসেন সেলিম, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুকুমার রায়,বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আরো বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব, বরকত উল্যাহ তালুকদার, এডভোকেট ফয়সাল।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম রানা, নাসির গাজী, জিদান, জাহাঙ্গীর, বিল্লাল হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ জাভেদ সড়কের যানবাহনের চালক পথচারী এবং ব্যবসায়ীদের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফটের বিতরণ করা হয়।