বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৫
07 Feb 2025 12:56 am
শরীয়তপুর প্রতিনিধি:- "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকগণের প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি ২০২৫ শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ স্টেডিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন, শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার মোঃ সোহেল রানা, মোঃ তৌহিদুর রহমান, মোঃ মেহেদী হাসান পলাশ, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাসস প্রতিনিধি মজিবুর রহমান, আরটিভি প্রতিনিধি আবুল হোসেন সরদার।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব, দৈনিক যুগান্তর প্রতিনিধি কেএম রায়হান কবির সোহেল, চ্যানেল ২৪ প্রতিনিধি নুরুল আমীন রবিন, সময় টিভি প্রতিনিধি বিএম ইস্রাফিল, দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন সহ জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকগণ।