বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৫
06 Feb 2025 10:58 pm
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল ওয়াহিদ মোর্শেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার ভাদ্বেশর ইউনিয়নের নতুন বাজার এলাকার পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে।
নিহত আব্দুল ওয়াহিদ মোর্শেদ মিয়া ৭নং ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মোর্শেদ মিয়া বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে নিজ বাড়ি শাহপুর থেকে টমটমযোগে মিরপুর যাচ্ছিলেন।তিনি নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত পিকআপ ভ্যান টমটমটিকে ধাক্কা দিলে আব্দুল ওয়াহিদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর কবির জানান,দুর্ঘটনার বিষয়টি সাতগাঁও হাইওয়ে থানাকে জানানো হয়েছে।আব্দুল ওয়াহিদ এর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।