মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
07 Feb 2025 01:52 am
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ওমর আলী (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) গ্রেপ্তারকৃতকে কুড়িগ্রাম জেল আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে ওমর আলী (৬০) কে আন্ধারীঝাড় বাজার থেকে গ্রেপ্তার করা হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।