মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
04 Feb 2025 11:55 pm
ভোলা প্রতিনিধি:- চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগামী সংসদ নির্বাচনে ভোলা সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী ও ভোলা-বরিশাল বহুমুখী সেতু বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ওবায়েদ বিন মোস্তফা নাম ঘোষণা করা হয়েছে।
সাম্প্রতিক ভোলা জেলা উত্তর শাখার সম্মেলনে ভোলা শহরের বাংলা স্কুল মাঠের এক বিশাল সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান এ নাম ঘোষণা করেন। এ সময় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ভোলা সদর আসনে ওবায়েদ বিন মোস্তফা নাম শুনে হাত উঠিয়ে সমর্থন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চেয়ারম্যান ও চরমোনাই পীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ রেজাউল করিম ছিলেন সম্মেলনের প্রধান অতিথি। পীর সাহেব চরমোনাইয়ের উপস্থিতে ওবায়েদ বিন মোস্তফার নাম ঘোষণা করায় দলীয় নেতাকর্মী ও ভোলা সদরের সাধারণ মানুষ হাতপাখার একক প্রার্থী হিসেবে ওবায়েদ বিন মোস্তফা কে সমর্থন দিয়েছে।
ভোলা সদরের বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা ওবায়েদ বিন মোস্তফার পক্ষে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। ওবায়েদ বিন মোস্তফা ভোলা জেলা উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি হিসেবে ও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভোলার উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন৷