মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
09 Feb 2025 03:17 am
![]() |
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর:-দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের নিত্যপ্রয়োজনীয় পন্য সহজলভ্যে ক্রয়ে সুবিধার অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বিকেলে ঘোড়াঘাট উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ পৌরসভা কার্যালয়ে সুবিধাভোগীদের মাঝে উক্ত টিসিবির স্মার্ট কার্ড তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। টিসিবির আওতায় পর্যায়ক্রমে পৌর এলাকার ৯২৬ জনের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার সাবেক প্রশাসক মো. দিলজার হোসেন বিল্লু,পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও প্রকৌশলী আনোয়ার পারভেজ, ক্যাশিয়ার মো. রাজু পাটোয়ারী সহ পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।