সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫
09 Feb 2025 02:59 am
![]() |
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শেরপুরে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর ফুলু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব।
৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শেরপুর অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতে বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার মেশিন জব্দ করেন। কিন্তু অবৈধ বালু উত্তোলনের সাথে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপির কোন নেতাদের সংশ্লিষ্টতা না থাকলেও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ফ্যাসিস আওয়ামীলীগের দোসর আহসানুল হক ফুলু।
উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম বিষয়ে বিএনপির নেতাকর্মীরা কেউ জড়িত নেই, এমনকি বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের কারো সাথে কোন বিষয়ে কথাও বলিনি। স্থানীয় প্রশাসন তাদের নিজস্ব গতিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছেন। তারপরেও ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর আহসানুল হক ফুলু নিজের অপকর্ম আমাদের উপর চাপাতে নানা কুটকৌশলের আশ্রয় নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। বিগত সরকারের সময়ে স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতাদের সাথে বালু উত্তোলন করে আসছিল। এমনকি স্থানীয় ইউপি নির্বাচনে সরাসরি নৌকা মার্কার ভোট করেছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতনের পর এখন বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জনাচ্ছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।