সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫
03 Feb 2025 05:00 am
সঞ্জু রায়,বগুড়া:-'খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বগুড়ায় র্যালী ও নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে রবিবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
অতিরিক্ত জেলা প্রশাসক পিএম ইমরুল কায়েস এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফারজানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোঃ আনিছুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল প্রমুখ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, মোস্তফা মঞ্জুর সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা সকলের সুস্থতার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানান।