সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫
03 Feb 2025 08:11 am
রবিবার বগুড়া শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠে ইক্বরা মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদরাসার চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন ইবনে সিনা বগুড়ার ডিজিএম এন্ড ইউনিট ইনচার্জ আশরাফুল ইসলাম, এজিএম ইউনিট নুরে আলম সবুজ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ড.শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন মাদরাসার ভাইস চেয়ারম্যান আজাদুর রহমান, সেক্রেটারী মাওলানা আব্দুল বাসেত, অধ্যক্ষ ফিরোজ হোসেন, সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম আকন্দ, তানজিমুল উম্মাহ মাদরাসার পরিচালক নাজমুল হাসান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।