সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫
09 Feb 2025 02:56 am
![]() |
ইয়ামিন হোসেন,ভোলা:-ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনের ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোসহ অন্তবর্তী সরকারের সাথে দ্রুত নির্বাচন দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছি। স্বৈরাচারী ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার সাড়ে ১৫ বছর দেশময় দলীয়করণ করেছে এবং ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছে। নির্বাচনের জন্য যে সংষ্কারগুলো প্রয়োজন সেগুলো সংস্কার করেই জাতীয় নির্বাচন দিতে হবে।তবে সেই সময় যেন দীর্ঘ না হয়। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছি।রবিবার বিকেলে ভোলা শহরের বাংলা স্কুল মাঠের ভাসানি মঞ্চে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন।
নতুন রাজনৈতিক দল গঠন বিষয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনে কোন নিষেধ নেই, এটা হতেই পারে। যে কারো রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। যদি কেই জনগণের ম্যানডেট নিয়ে নতুন দল গঠন করে, তা হতেই পারে; এসে অসুবিধার কিছুই নেই।
ইসলামি জোট গঠন সম্পর্কে চরমোনাই পীর বলেন, ইসলামি জোট গঠনের মাধ্যমে আমরা চাচ্ছি একটি বাক্স দেয়া যায় কি না। সকল ইসলামিক দলগুলোকে সমঝোতার মাধ্যমে ইসলামি জোট গঠনের লক্ষেই কাজ করে যাচ্ছি। ইসলামি জোটের বাহিরে যাওয়ার চিন্তার আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত সেই চিন্তা নেই, তবে পরিবেশ-পরিস্থিতির উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, তেঁতুল গাছ লাগিয়ে যদি কেউ আম খেতে চায়, এটা যেমন অযৌক্তিক চিন্তা। ঠিক তেমনি ৫৩ বছরে বাংলাদেশের স্বাধীনতায় যারা বাংলাদেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে আগাগ কোন শান্তির বার্তা আমরা দেখবো এই চিন্তাটাও অযোক্তি এবং অসম্ভব।
তিনি আরো বলেন, জুলাই-আগষ্টের যে ফসল বাংলাদেশে বিরাজ করছে, তাতে বাংলাদেশের জনগণ চায় আমরা আওয়ামীলীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি; কিন্তু ইসলামের কথা আমরা শুনি, বাস্তবে দেখি নাই। এখন সকলেরই আশা-আকাঙ্খা ইসলামের সুফলটা-কি এটা দেখতে চায়। যে বার বার আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে বার বার ক্ষমতার মসনদে বসেছিল সেই সুযোগ বাংলার জমিনে আর হবে না।
অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে বলেছিলাম, আপনরা যখন সরকার গঠন করেন নাই, কিংবা শপথ গ্রহণ করেন নাই, তখন আমাদের নিজেদের দায়িত্বেই দেশকে সুরক্ষার জন্য এবং হিন্দুসহ যারা সংখ্যালঘু বসবাস করছে তাদের জান-মাল-ইজ্জতের নিরাপত্তার জন্য আমরা পাহারা দিয়েছি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আপনরা দেখেছেন, যখন বিভিন্ন প্রশাসনিক কাঠামো ভেঙ্গে পেড়েছিল, রাস্তায় যানজট লাঘবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগি সংগঠনগুলোর নেতা-কর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে।
প্রধান অতিথির বক্তব্য শেষে দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৩-২০২৪ সালের পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মাওলানা আতাউর রহমান মোমতাজি। সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম হিসেবে মনোনিত করা হয়।
ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ গাজী আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম। দ্বী-বার্ষিক সম্মেলনে ইসলামী আন্দোলন ভোলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং ভোলা সদর উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।