রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
19 Jan 2025 06:30 am
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত এক রোগীকে জরুরি বিভাগ থেকে বের করে দিয়েছে নার্স রুনা লায়লা আক্তার রুমানা।ওই নার্স এবং তার স্বামী আহত রোগীকে লাঞ্চিত করে তাড়িয়ে দিলে তাকে পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।ওই ঘটনায় ১৪ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
মামলা ও অভিযোগে জানা গেছে, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পানেয়া গ্রামের স্বাধীন মিয়া ও আছমতপুর গ্রামের নাদু মিয়ার মাঝে জমি নিয়ে বিরোধ চলছে।এরই জের ধরে ১২ জানুয়ারি জমিতে কাজ করা অবস্থায় স্বাধীন মিয়া এবং তার স্ত্রী সুমি বেগমের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নাদু মিয়ার নেতৃত্বে ১০/১২ জন অতর্কিতভাবে হামলার পর বেদম মারপিট করে।এ সময় এলাকাবাসী ওই স্বামী- স্ত্রীকে উদ্ধার করে আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
কমপ্লেক্সে কর্মরত নার্স রুমানার পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ওই নার্স আহত স্বাধীন মিয়াকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে দেননি।এমনকি ভর্তিও হতে দেননি। ফলে মুমূর্ষু অবস্থায় স্বাধীন মিয়াকে পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এদিকে ওই ঘটনায় ওই দিনই আহত সুমি বেগম পীরগঞ্জ থানায় ৯ জনকে এজাহারনামীয় আসামী করে একটি অভিযোগ দেন। এরমধ্যে ৯নং আসামী করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রুনা লায়লা আক্তার রুমানা (৩০) কে। এতে চরম ক্ষুব্ধ হন ওই নার্স।
নিজ উপজেলায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, লাঞ্চিত এবং হেনস্তা করায় ১৩ জানুয়ারি সুমি বেগম ওই অভিযোগ করেন।স্বাধীন মিয়ার স্ত্রী সুমি বেগম জানান, আমি ও আমার স্বামী রক্তাক্ত জখম অবস্থায় গ্রামবাসী মেডিকেলে নিয়ে গেলে রুনা লায়লা আক্তার রুমানা ও তার স্বামী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে লাঞ্চিত এবং হেনস্থা করে, পরবর্তীতে আমরা মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই এবং চিকিৎসারত আছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করি।
পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার তারিকুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি এ বিষয়ে কাজ করা হচ্ছে শীঘ্রই দোষীদের বিরুদ্ধে নিয়ম মাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর