রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
19 Jan 2025 12:21 pm
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শনিবার ১৮ জানুয়ারি সকালে কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খাইরুন নাহার লিপি।জেলা কমিটির আহবায়ক এহসানুল আলম আনসারী সায়েম,সদস্য সচিব আব্দুল মমিন প্রমুখ।ঢাকায় ২৪ তারিখের মার্চ ফর ১০ম গ্রেড মহাসমাবেশ উপলক্ষে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।এতে জেলার ৯টি উপজেলা থেকে শতাধিক শিক্ষক এই মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।