শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
19 Jan 2025 03:48 am
৭১ভিশন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ জাহিদুল হক (১৮) নামে এক তরুণ আটক হয়েছে। এ ঘটনায় জব্দ হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি অটোরিকশা।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৩টার দিকে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহল দল মনাকষা ইউনিয়নের হাঙ্গারীপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এরপর বিজিবি সদস্যরা ওই মোড়ে অটোরিকশা তল্লাশি শুরু করে। তল্লাশিকালে একটি অটোরিকশার চালকের সীটের নিচে ফেনসিডিল পাওয়া যায়।
এসময় চালক জাহিদুল আটক হয়। সে শিবগঞ্জের দক্ষিণ উজিরপুর রাধাকান্তপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মনির-উজ-জামান বলেন, আটক তরুণকে শিবগঞ্জ থানায় জব্দ মালামালসহ হস্তান্তর করা হবে।