শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
23 Jan 2025 04:11 am
চাহিদা অনুযায়ী ইলিশের জোগান না থাকায় বাড়ছে দাম। আবার জেলেদের জালেও ধরা পড়ছেনা আশানুরূপ ইলিশ। চাহিদা ও উচ্চমূল্য বিবেচনা করে কম দামে ইলিশ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আগামীকাল রোববার দুপুরে ইলিশ বিক্রির কার্যক্রমের উদ্বাধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
এ বিষয়ে বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান বলেন, ইলিশ মাছের জোগান না থাকায় বাড়ছে দাম। এ কারণে বিএফডিসি হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিকভাবে আমরা প্রায় ১৭শ’ কেজির দুটি চালান হাতে পেয়েছি। উদ্বাধনের দিন থেকে বিক্রি শুরু হবে।
তিনি আরও বলেন, আমাদের কাছে থাকা দুটি চালানের ওজন ৪৫০ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত। প্রতিকেজি গড়ে ৬০০ টাকা দরে বিক্রি করা হবে। শুধুমাত্র প্রধান কার্যালয়ের বিএফডিসির আউটলেটে বিক্রয় করা হবে। আগামীকাল উদ্বোধনের পর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছের মজুদ থাকা সাপেক্ষে এ বিক্রয় কার্যক্রম চলবে।
তিনি বলেন, ক্রেতাদের কথা বিবেচনা করে টিসিবির মতো রেশনিং করে বিক্রি করা হবে। একেকজন গড়পড়তা বিএফডসির নিজস্ব প্যাকেটকৃত এক প্যাকেটে গড়ে এক থেকে দেড় কেজি মাছ কিনতে পারবেন।