সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
18 Jan 2025 11:13 am
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর জেলার জাজিরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় জাজিরা বাজারে বিএনপির কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশিদ সিকদার।প্রধান বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন।
বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক সিকদার মাহমুদ শাহীন,যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আকন।সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহআলম আকন,উপজেলা জাসাসের সভাপতি লুৎফর রহমান কবিরাজ, উপজেলা বিএনপির সদস্য আহসান হাবীব স্বপন মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন,জাজিরা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকন মোঃ দ্বীন ইসলাম,যুবদল নেতা শেখ রুবেল,মহিলা দল নেত্রী রুমা আক্তার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম ও সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন এর নেতৃত্বে জাজিরা বাজারে বিশাল একটি আনন্দ মিছিল বের হয়।মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এছাড়াও দলের পক্ষ থেকে সকল উপস্থিত নেতা-কর্মীদের সম্মানে খিচুড়ির আয়োজন করা হয়।