রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 03:41 pm
প্রেস বিজ্ঞপ্তি:- পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক যুব সংগঠন ‘বাংলাদুয়ার যুব সমাজ’’ ও বাংলাদুয়ার পঞ্চায়েত কমিটি উদ্যোগে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল গতকাল শুক্রবার (১০জানুয়ারী) বাদ আসর হতে নাজিরা বাজারস্থ মাজেদ সরদার নতুন সড়ক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের বাংলাদুয়ার জামে মসজিদের মুতাওয়াল্লি ও পঞ্চায়েত কমিটি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ৩৪ নং ওয়ার্ড মোঃ মামুন আহম্মেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস উপদেষ্ঠা ও মাদরাসাতুল হাদীস ও নাজিরা বাজার বড় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন।
তাফসীরুল কুরআন মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত থেকে মনমুগদ্ধকর আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ও এনটিভি আলোচক শাইখ ড. সাইফুল্লাহ আল মাদানী,জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাইখ ইমাম হোসাইন, মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়ার মুহাদ্দিস শাইখ আব্দুল মোমিন বিন আব্দুল খালেক।বাংলাদুয়ার জামে মসজিদের খতিব শাইখ ড. আহসানউল্লাহ বিন সানাউল্লাহ, নাজিরা বাজার বড় জামে মসজিদ খতিব শাইখ হাফেজ শামসুল হক শিবলী, মাদ্রাসাতুল হাদীস মুহাদ্দিস শাইখ মাহবুবুর রহমান মাদানী এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন দেশবরেণ্য শিক্ষাবীদ ও বিশিষ্ঠ ওলামায়ে কেরামবৃন্দ।
তাফসীরুল কুরআন মাহফিলে সঞ্চালনায় ও বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকমন্ডলীতে ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব এর লিস্যান্স ও পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হাদীসের ভাইস-প্রিন্সিপাল শাইখ আল-আমিন মাদানী, বাংলাদুয়ার জামে মসজিদ খতিব হাফেজ আব্দুল হামিদ ও বাংলাদুয়ার জামে মসজিদ ইমাম শাইখ মাওলানা ইলিয়াস।
বাংলাদুয়ার পঞ্চায়েত কমিটি ও বাংলাদুয়ার যুব সমাজ আয়োজিত মাহফিলে সংগঠনে স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক ইহতিয়াজ ইউসুফ সাদ, সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ হারুনুর রশিদ,বাংলাদুয়ার জামে মসজিদ কমিটির হাবিবুর রহমান খেলন, মোঃ নাসির উদ্দিন, মোঃ মাসুম, আরমান আলী লিটন, হাফেজ ফেরদৌস ওয়াহিদ জিতু, বাংলাদুয়ার যুব সমাজের সভাপতি মোঃ তারেক বিন সালাম, সাধারণ সম্পাদক রাব্বি ইসলাম পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ের আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ তাওহীদী জনতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে তাফসীরুল কুরআন মাহফিলে চত্বর।অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।
বার্তা প্রেরক :মোঃ তারেক বিন সালাম,সভাপতি