শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 06:01 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, আল্লাহর ঘর মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে বৃত্তবান সহ সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আমরা একদিন এই পৃথিবীতে থাকব না। আমরা যদি আল্লাহর ঘর মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে জায়গা-জমি ও টাকা পয়সা দান করি থাকি, তাহলে হাশরের দিনে এই মসজিদ আমাদের জন্য সুপারিশ করবেন। মসজিদের সুপারিশে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিতে পারেন।
শুক্রবার বাদ জুম্মা প্রস্তাবিত কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের ৩য় তলার অবকাঠামো প্যানা অনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পূর্বে মুসল্লীদের উদ্যোশে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ সামছুল আরেফীন (জুয়েল), অত্র মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান, আব্দুল মান্নান, ফরিদ উদ্দিন ফকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও মুসল্লীবৃন্দ। উদ্বোধন শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।