শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 07:48 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ রুনা বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে আদমদীঘির সান্তাহার পৌরসভার হবির মোড় নামক স্থানে আনিকা পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুনা বেগম আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার লকু ইস্ট কলোনী এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বুধবার দুপুরে রুনা বেগম নামের ওই নারী বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির হবির মোর এলাকার আনিকা পেট্রোল পাম্পের সামনে দিয়ে ব্যাটারী চালিত অটোরিকশায় মাদক বহন করে যাবার সময় নিয়ে যাবার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও তল্লাশি করে তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।