বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 10:00 am
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুরের কৃতি সন্তান, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি ও প্রবাসী বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার মুকুল এর দীর্ঘদিন পর সহ পরিবারের শরীয়তপুরের আগমন উপলক্ষে শরীয়তপুরের পালং থানার শান্তিনগর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে। এউপলক্ষ্যে বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি ২০২৫) বেলা ১১ ঘটিকায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শান্তিনগরের সভাপতি সৈয়দ মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা'র সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভানেত্রী ফাহিমা আক্তার মুকুল। প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান। বিশেষ বক্তা ছিলেন, ফাহিমা আক্তার মুকুলের স্বামী সৈয়দ হাফিজ উল্লাহ বিজয়। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এ্যাড. নুরুজ্জামান সিপন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝী, সাবেক ছাত্রনেতা ইসহাক মাদবর, মনির চৌধুরী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মনজুর হাসান, ছাত্রনেতা আতিকুর রহমান খান, ইমাম মোল্লা, তাজমুল মাঝী প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক, শান্তিনগরের সাধারণ সম্পাদক ইউনুস বন্দুকছি, সমাজ সেবক সোহাগ মোল্লা ও নারীনেত্রী সুমী আক্তার। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গান্যমান্য ব্যক্তিবর্গ ও নানান শ্রেণীপেশার মানুষ অংগ্রহণ করেন।