বুধবার, ০৮ জানুয়ারী, ২০২৫
16 Jan 2025 01:44 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ,এনডিসি আদমদীঘি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন,মেইন গেট, সংযোগ রাস্তা,হেল্পডেক্সসহ কয়েকটি স্থাপনা উদ্বোধন করেছেন।মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন ও স্থাপনা উদ্বোধন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ,সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন,প্রানিসম্পদ অফিসার ডাঃ বেনজির আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা,থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ,নির্বাচন অফিসার রাজু আহমেদ, উপজেলা আইসিটি অফিসার রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহি উদ্দীন তালুকদার প্রমুখ।
পরে রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ উপজেলা পরিষদ চত্বরে ব্যাডমিন্টন খেলর কোট, স্বপ্ন সিঁড়ি উদ্বোধন ও বেশ কিছু সংখ্যক ফুল গাছের চারা রোপন করেন।পরিদর্শন শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন।