বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 10:38 am
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে গরীব অসহায় দুস্থ্য শীতার্ত মানুষ ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে বৈগ্রাম কমিউনিটি ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার দুপুর ১২টার দিকে সংগঠনটির আয়োজনে বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনটির নেতৃবৃন্দ তাদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন। এসময় এলাকার গরীব অসহায় দুস্থ্য শীতার্ত মানুষ ও দুটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীসহ ২৫০ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরন করেন তারা। তীব্র শীতে কষ্ট ভোগ করা এসব মানুষ শীতবস্ত্র পেয়ে দারুন খুশি। এসময় সেখানে স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান, সংগঠনটির সহসভাপতি মাইদুল ইসলাম,সদস্য গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম