বুধবার, ০৮ জানুয়ারী, ২০২৫
10 Jan 2025 10:45 pm
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরে গরীব,দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির মাঠ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। তিনি শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সহকারী পরিচালক মুহাম্মদ শামসুল হক,স্থানীয় সাংবাদিকসহসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি দেশের সীমান্ত রক্ষা করার পাশাপাশি সমাজের গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করছে।আমরা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই,যেন তারা এগিয়ে এসে এ মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এছাড়া শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সবাইকে এক হয়ে কাজ করার মাধ্যমে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান বক্তারা।