মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩
23 Nov 2024 08:27 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম;- কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। সোমবার (০২ জানুয়ারি) কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও নাগেশ্বরী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের দায়ে নাগেশ্বরী পৌরসভায় অবস্থিত মেসার্স কে. বি. ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়। অপরদিকে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের সহায়তায় নাগেশ্বরী পৌরবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে ০২ (দুই)টি দোকানে অভিযান চালিয়ে মোট ৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটা বন্ধে পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।