শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
24 Jan 2025 01:28 am
শরীয়তপুর প্রতিনিধি:-জেলা প্রশাসন শরীয়তপুরে প্রকল্প কার্যালয়ে প্রকল্প অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) সকাল ১০ ঘটিকায় স্থানীয় সাংবাদিক ও প্রকল্প প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর কেন্দ্রীয় মহাসচিব মোঃ আল-আমিন শাওন।
এসময় উপস্থিত ছিলেন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ও পিএফএ এবং স্থানীয় বিভিন্ন সাংবাদিক বৃন্দ।তাদের মধ্যে মেঃ লুৎফর রহমান মোল্লা উপজেলা কো-অর্ডিনেটর গোসাইরহাট, উৎপল মন্ডল ডামুড্যা উপজেলা,সাথী আক্তার জাজিরা উপজেলা, জামাল উদ্দিন সদর উপজেলা,মোঃ ইকবাল জামিল ও মোঃ আনিছুর রহমান নড়িয়া উপজেলা,মোঃ জাকারিয়া হোসাইন ও মোঃ জামাল হোসাইন ভেদরগঞ্জ উপজেলা এবং শুভ চন্দ্র দে প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট ডিসি অফিস,শরীয়তপুর।
সভায় ডিস্ট্রিক্ট ম্যানেজার ২০২৪ সালের উপজেলা ভিত্তিক গ্রাম আদালতের অগ্রগতি ফলাাফল তুলে ধরেন। এসময় তিনি বলেন, শরীয়তপুরে গ্রাম আদালত অধিক জনপ্রিয় হতে শুরু করেছে।এলাকার সাধারণ জনগণ ছোট খাটো বিরোধ নিষ্পত্তির জন্য এখন ইউনিয়ন পরিষদে যাচ্ছে এবং সময়, খরচ ও দূরত্ব বিবেচনায় সহজে ন্যায় বিচার পাচ্ছে। তিনি আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রমে গতিশীলতা বাড়াতে হলে বিভিন্ন মহলে এর প্রচারণার কোন বিকল্প নেই।যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন স্থানীয় সাংবাদিক এবং মিডিয়ার ব্যক্তিবর্গ। এসময় তিনি শরীয়তপুরে গ্রাম আদালতের ব্যাপক প্রচার-প্রচারণায় এগিয়ে আসার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান।