বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 06:42 am
সঞ্জু রায়,বগুড়া:-পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে বগুড়ায় জমকানো আয়োজনে'সবার আগে বাংলাদেশ' শিরোনামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১২টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের মঙ্গলবার রাতে শহরের কলোনি মূক বধির বিদ্যালয়ের মাঠে সেমিফাইনাল ও চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় যা ঘিরে তৈরি হয় উৎসবমুখর এক পরিবেশের।
বগুড়া জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা।এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে অন্যায় ভাবে হামলা, মামলা, জুলুম ও নির্যাতন করে গেছেন। বিগত সময়ে কোনভাবেই তাদের দলের নেতা কর্মীরা প্রাণবন্তভাবে কখনো কোন উৎসব করতে পারেনি।গেলো ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতন হলেও আক্ষেপের সাথে তিনি বলেন এখনো তার দোষররা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বভৌমত্ব নষ্টে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন যা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, নতুন বছরের প্রারম্ভেই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা ও লাখো তরুণ ও যুবকের কাছে স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবে।
আর আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বিগত প্রায় ১৭ বছর শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় অধিকাংশ সময় ফেরারি জীবন কাটিয়েছেন।পরিবার-পরিজন কিংবা দলের নেতাকর্মীদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর যে উৎসব তা কখনো পালনের চিন্তাও করতে পারেননি।তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ক্রীড়াঙ্গনের কোন বিকল্প নেই। তাইতো উৎসবমুখর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে বরণ করে নিচ্ছেন। এছাড়াও তিনি বলেন, ভোট ও ভাতের অধিকার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে গণতন্ত্রকামী সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে কাজ করতে চান তারা।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপি'র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন,কোষাধ্যক্ষ শাহাদত হোসেন,বগুড়া জেলা ড্যাবের সাধারন সম্পাদক ডাঃ ইউনুস আলী,গাবতলি উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম,মুক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীম, সাংবাদিক ও সাবেক সেচ্ছাসেবকদল নেতা তানভির আলম রিমন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারন সম্পাদক এম আর হাসান পলাশ, সাবেক ছাত্রদল নেতা সামিউল হকসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় টানা ২টি ম্যাচে মামুনের দলকে হারিয়ে শিরোপা জয় করেন আবু হাসানের দল।পুরস্কার বিতরণ পরবর্তী বগুড়ার কৃতি সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় শ্রুতিমধুর দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় এবং সাথে সাথে জমকালো আয়োজনে বরণ করা হয় নতুন বছরকে।