সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
05 Jan 2025 04:25 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর হিন্দু মহিলা পলি রাণী (৪৩) কে কুপিয়ে জখমের মামলায় থানা পুলিশ সোমবার বিকেলে বগুড়া শহরের চারমাথা গোদারপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামী মিলন হোসেন ওরফে টাইগার মিলন (৩৫) কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত টারগার মিলন কাহালু পৌর এলাকার পালপাড়া গ্রামের আমজাদ হোসেন ড্রাইভারের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় কাহালু পৌর এলাকার পালপাড়া(বাবুরবাড়ী) গ্রামের প্রবাসী শ্রী বিমল চন্দ্র দাসের নির্মাণাধীন বাড়ীতে গিয়ে তার স্ত্রী পলি রানী কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন টারগার মিলন। পলি রাণী চাঁদার টাকা দিতে না চাইলে টাইগার মিলন অতর্কিত ভাবে ধারালো হাসুয়া দিয়ে পলী রানীর দুই পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। বর্তমানে পলী রানী পায়ের ১টি নক বিছিন্ন ও দুপায়ে ৪টি রক কাটা অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পলী রাণীর বড় ভাই শ্রী দুলাল চন্দ্র দাস ৩০ ডিসেম্বর সকালে কাহালু থানায় টাইগার মিলনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, থানায় মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে টাইগার মিলনকে থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন।