রবিবার, ০৫ জানুয়ারী, ২০২৫
07 Jan 2025 02:13 am
শাহ আলম,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি:- দিনাজপুরের ঘোড়াঘাটে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার রাীগন্জ স্কুল ও কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বি,এন,পির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বি,এন,পির সহ সভ ও ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সভাপতি শামীম হোসেন চৌধুরী,দিনাজপুর জেলা বি,এন,পির সহ সভাপতি আতিকুর রহমান রাজা,ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র, দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস ছাত্তার মিলন, ঘোড়াঘাট পৌর বি,এন,পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ প্রমুখ।
বক্তব্য শেষে প্রধান অতিথি সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও রোগমুক্তি কামনায় সকলের প্রতি আহবান জানান এবং উপজেলা ও পৌরসভা এলাকার ২৩৪ টি ধর্মীয় প্রতিষ্ঠানে
মাদ্রাসা ও এতিমখানা,মন্দির,গীর্জা ও প্যাগোডার প্রতিষ্ঠান প্রধানদের হাতে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে,উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী,সহ সভাপতি শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু সহ বিএনপির সাংগঠিক সম্পাদক আল মামুন সহ সকল স্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর