বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 04:51 am
প্রেস বিজ্ঞপ্তি:- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক, মেধাবী ও দক্ষ ছাত্র-যুব সংগঠক ইঞ্জি. মো. বোরহান উদ্দিনকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) চট্টগ্রাম মহানগর শাখার ছাত্র-যুব বিষয়ক সমন্বয়ক পদে মনোনীত করা হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম. এ. হাশেম রাজুর সভাপতিত্বে রাজধানীর লালমাটিয়াস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মো. মিজানুর রহমান, আইএইচআরসি’র নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. সাইফুদ্দিন সালাম মিঠু সহ আইএইচআরসি’র বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইঞ্জি. মো. বোরহান উদ্দিনের অন্তর্ভুক্তি প্রসঙ্গে এম. এ. হাশেম রাজু বলেন, ইঞ্জি. বোরহান ছাত্র-যুবদের মানবাধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে তার অগ্রনী ও সাহসী ভূমিকা লক্ষণীয় ছিল। পতিত ফ্যাসিবাদী শাসন আমলে চট্টগ্রাম মহানগরে যে সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সে ঘটনার গুলোর বিচার নিশ্চিতে আইএইচআরসি’র প্রচেষ্টাকে তিনি আরো বেগবান করবেন। তার হাত ধরে আরো বেশি সংখ্যক ছাত্র-যুব মানবাধিকার সুরক্ষায় নিজেদের যুক্ত করবেন বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি।
বার্তা প্রেরক,
বিপ্লব পার্থ
পরিচালক, মিডিয়া এন্ড ইনফরমেশন
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন
আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টার