বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 04:04 am
৭১ভিশন ডেস্ক:- বড়দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।এটিকে তিনি ‘অমানবিক’ বলে বলে মন্তব্য করেছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
এ হামলায় খারকিভে ছয়জন আহত ও নিপ্রোপেত্রভক্স শহরে একজন নিহত হয়েছেন। রুশ বাহিনীর হামলার পর খারকিভের প্রায় পাঁচ লাখের বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।এ ছাড়া কিয়েভের কিছু অঞ্চল বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে গেছে।
জেলেনস্কি বলেন,‘পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন।এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিকসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। তারা ইউক্রেনে ব্ল্যাকআউটের জন্য যুদ্ধ করছে।’
ইউক্রেন প্রেসিডেন্ট জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনাবাহিনী ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশ গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ করছেন।
তাদের কাজের প্রশংসা করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন,বর্তমানে যারা দেশের জন্য কাজ করছেন,যারা যুদ্ধের দায়িত্ব পালন করছেন, যারা আমাদের আকাশ রক্ষা করছেন তাদের সবাইকে ধন্যবাদ।’
এসময় তিনি সবাইকে সর্বাধিক চেষ্টা করার আহ্বান জানিয়েছে বলেন, ‘রাশিয়ার অপশক্তি ইউক্রেনের মনোবল ভাঙতে পারবে না এবং বড়দিনের আনন্দ মাটি করতে পারবে না।’