বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 02:57 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে নেশা জাতীয় ৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিল হোসেন (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর)দিবাগত রাতে উপজেলার সান্তাহার হার্ভে স্কুলের সামনে রাস্তা থেকে বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শাকিল হোসেন আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মোঃ মিঠুর ছেলে।
পুলিশ জানায়,গত মঙ্গলবার দিবাগত রাতে আদমদীঘির সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় বেচাকেনার সময় শাকিল হোসেন নামের ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার হেফাজতে থাকা ৫ পাতায় মোট ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানায়,এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা রুজুর করে গতকাল বুধবার দুপুরে শাকিলকে আদালতে পাঠানো হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি