মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 08:38 am
৭১ভিশন ডেস্ক:-শীতের দাপটে কাবু হয়ে পড়েছে মৌলভীবাজার। জেলার শ্রীমঙ্গলে আজ মঙ্গলবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠাণ্ডার কারণে এই জেলার লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। ফলে আয় কমেছে তাদের।
মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এদিকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের তিন বিভাগে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।