মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 05:48 pm
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।গতকাল রোববার বিকেলে উপজেলার পৌরসভাস্থ চৌরাহাট নামক স্থানে খালাশপীর থেকে পীরগঞ্জগামী বালু বোঝাই মাহিন্দ্র ট্রাক্টরের সাথে খালাশপীর যাবার পথে উক্ত স্থানে মুখোমুখী সংঘর্ষ হলে গুরতর আহত হন ফিরোজ (৩৪),স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় ফিরোজ।নিহতের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের খামার তাহিরপুর গ্রামে।তিনি হোসেন আলীর ছেলে।অপর সড়ক দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন পীরগঞ্জ-খালাশপীর সড়কে ব্যাটারী চালিত মিশুক ভ্যানের ধাক্কায় আবির (০৬) নামে এক শিশু নিহত হয়েছে।
রাস্তা পারাপারের সময় পীরগঞ্জ থেকে খালাশপীরগামী মিশুক ভ্যানটি আবিরকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা আবিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয়।নিহত আবির উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের রুবেল মিয়ার একমাত্র ছেলে।সে স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান,সড়কে বেপরোয়া ট্রাক্টর ও মিশুক গাড়ি চলাচলের কারনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রাণ হানি হচ্ছে প্রতিদিনই।এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন তারা।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি