রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 10:19 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর আবাসিক অনাবাসিক বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের তৎপরতা ও প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে ডিজিটাল প্রি-পেইড মিটার প্রতিরোধ কমিটি গাইবান্ধার আয়োজনে শনিবার দুপুরে শহরের গানাস মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,ডিজিটাল প্রি-পেইড মিটার প্রতিরোধ কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুশা,সদস্য সচিব,মোশাররফ হোসেন,পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, নাগরিক কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম বাবু, কুলিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউন নবী রাজুসহ অনেকে।
বক্তারা,হঠাৎ করে ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন করলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হবে।তাই নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবী জানান তারা সেই সাথে দাবী মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার বলে জানান বক্তারা।